তুমি হাঁটুজল নদী পার হলে
আমি সহবৎ সাঁকো
আলোআঁধারি পায়ে এনে বলো
ল্যাম্পপোস্ট হয়ে থাকো
খিস্তি খেউরে পোষাকের টানে
হয়েছি ফাউল রোস্ট
ঘাড়ে পাউডার, বগলে ডিও
পড়শিনী ডিম টোষ্ট
তবু বড়ো জাঁকে বৃষ্টি পোষাকে
নিজেকে করেছি ফিট
তাল ঠুকে তুমি আমজাদ আলি
আমি মিস অফবিট
কোথাও কি কোনো ঋণ রয়ে গেল
ইশারা কপাট খুলি
ঘুরে ফিরে তুমি পরিযায়ী পাখি
আমার বরাতে ঠুলি
কেন রোজ জাগে বদ্বীপের ভাগে
দগ্ধ স্মৃতিবিলাস
ফের চুল বাঁধি পাঁচপদ রাঁধি
পাতা ঝরি পৌষমাস।