সাগরশস্য রূপালী ইলিশ দেয়নি ধরা জালে,
এমনতর দশায় উপায় ভেবেছ কোনো কালে?
১)


উঁচু নিচু ঘোলা জলে বর্ষা বিলাসে
ধুমকেতু স্বীকারক্তি এঁকে
"সুখ আশে দিশে দিশে বেড়ায় কাতরে"
কত শত তারাফুল আসে ।
ছান্দসিক নৃত্যে, পুষে রাখা গন্ধ বেদনায়
প্রেম সাঁতরায় ।
এতসব স্তুতি কবির খাতায় মানায়
আমাদের শরীর করমর্দনে রাতের কালি দিনে উগরায় ।
মাছেদের রাজ্যে ইলিশ তুমি রাজর্ষি
আমাদের ক্ষুধা পত্রে গান্ধী ছবির ডাক
আমার এঁটো পাত--
তোমার লৌকিক কাঁটার সাথে হাসতে চায়
আহা ! ধোঁয়া ওঠা শাদা ভাত সাজবে তোমাতে
সেইদিন এক তারাফুল হারাবেই দিক
সোহাগী ইলিশ , একদিন আসবে তো ঠিক?


২)


কাউকে জানাতে পারিনি পরিহাসের বাহবাগাথা
যতবার পেতে চেয়েছি
পরিহাসের বিড়বিড় 'ইশ্'
নিজের ছায়ার সঙ্গ কেবল পেয়েছি ।
সেদিন বড় রাস্তার পারে রামুর দোকানে
ইয়া পোষ্টারে "ইলিশ পার্বন"
পোষ্টারেই হাত বুলিয়ে নেব ভাবতেই
'লি যেন কাঠবেরালী'
আমার ছায়ার চর্তুদিকে নেচে বেড়াচ্ছে ।
পরিহাসের ও বিড়বিড় 'ইশ্ পার্বন ... ইশ্ পার্বন'
ছায়াটি অবশ্য তখন ও ধরে রেখেছিল তার আসঙ্গ বিস্তার ।