করগুনে,ঘাম নুনে,একখানি পদ্য
কবি এক লিখেছিলো এইখানে সদ্য
মিল ছিলো কাপলেটে, মিল ছিলো মাত্রায়
তবুও পাঠকগণ না বুঝেই সাঁতরায়
সময় মানুষ খায়,মানুষ সময় নয়
চারদিকে ধেয়ে আসে তাই এক অসময়
আমি বলি শোনো বস্ ধরে রাখো ধড়টা
পদ্য কাহারে কয় বাহারি খবরটা-
ধেয়ে এলো আর বুঝি নেয়ে নিতে দেরী নেই
ধরতাই ঠিক হলে পদ্যটা গাইবেই।