সেলাই করতে গিয়ে ফোঁড় হাতড়াই
পেঁচানো দড়ির ফাঁসে ছিন্ন শরীর
ভাঙচুর দরবারে আলো পেতে চেয়ে
যতোবার শুরু করি, ততো চৌচির।
চাইনি তো রাজকীয়,চাইনি তো রাজা
ভাঙা দোলমঞ্চে  কাঁটানটে ছায়া
সময় ঘড়িতে বাজে বাসি সংবাদ
একহাত পেতে তোকে আঁকি  মহামায়া।
দৃষ্টিতে ভষ্ম তো করেছো কবেই
পুড়ে গেছি, গলে গেছি,মিশেছি ধূলায়
আলোক লতায় তবু জল দিয়ে বলি
এইবারে মহামায়া তুই ফিরে আয়।