এতো বড়ো লাল টিপ পরিনি কখনো
সওয়াতে পারিনা তাই।
স্নানঘর খেলিয়েছি সবটা কপালে
যাতে করে বিনা কসরতে পোড়ো বাড়িটায় ঢুকে যাই।
নূপুর পরিনি, পাছে সময় হাঁটতে থাকে সাথে
পৃথিবীর বহু মেয়ে ঝুমঝুম বেজে গেছে
প্রতিটি অন্তরঙ্গতম রাতে।
দুলুনি ভঙ্গিমায় ছোঁয়াচ বাঁচিয়ে রাখা অনামিকা'টায়
(যার সুখে জটিলতা ক্রমাগত কামড় বসায়)
এতোবড়ো আংটিটা কখনো পরিনি
ঘুম ভেঙে মনে হয় যদি গরবিনী!
দু'হাতের কবজিতে চুড়িরাও করেনি উৎসব
আওতার দোষে নিটোল জামিতি থেকে টান মেরে
সরিয়েছি বৃত্তের পরব।
সাক্ষ্য দেবেনা তাই ঝুমকো দুলের জোড়া
আঁধারে মুখ গুঁজে সিন্দুকেই
খোঁপা খোলা চুলে অবিকল্প জ্বলে কবেই--
নাকফুল হারিয়েছি অভ্যাস দোষে!
এতোবড়ো লালটিপ মানায়না
কাজলের কালি দাগি সাদাথানে দিনান্তে একঠায় বসে।