তিড়িং বিড়িং লঙ্কা ফড়িং বৃষ্টি ভিজে হ্যাচ্চু
গায়ে লাল সুতির জামা,আর ছিলোনা কিচ্ছু
ফিঙে ছিলো ঝিঙে গাছে মাথায় হলুদ ফুল
শাপলা পাতায় ঘুমিয়েছিলো জমকালো ভীমরুল
ডোবার ধারে খ্যাংরা মতো পাংশুটে এক বক
ধ্যানমগ্ন দাঁড়িয়েছিলো হঠাৎ-ই খকখক্
ফড়িং মামা লাল জামাতে যেইনা কাশির শুরু
শামুক হেসে এগিয়ে এসে বললো,"জয়গুরু"
পুঁটি তো একাই খুনসুটিতে এক্কেবারে বেহুঁশ
সময়মতো খককো হলো, সকলের দিলখুশ।"
বক বাবাজি রেগেই আগুন, পারলে করে খুন
এদিকেতো ভীমরুল ভাই ঘুম ভেঙে গুনগুন
বৃষ্টি পুকুর দৃষ্টি মেলে দুইচোখে ঢলঢল
এক্ষুণি সে নাচ দেখাতে পায়ে গলায় মল।
একফোঁটা জল চলকে আসে খুকুর চোখের পাতায়
জ্বরের ঘোরে ঘুমিয়েছে সে তার নতুন অঙ্ক খাতায়!!