চেষ্টা করি নিজের মতো
অন্য ভাবে অন্য কিছু
অন্য রঙের অন্য সুতোয়
এফোঁড়ওফোঁড় সেলাই পিছু।
চেষ্টা করি হারিয়ে পাওয়া
ফিরিয়ে দিতে নিজের স্হানে
তাইতে দোষের ভাগী হয়েও
মনকে বোঝাই অন্য মানে।
কেউ ছেড়ে যায়,কাউকে মুছি
আয়ুর রেখা চলতে থাকে
কেউ ধমকায়,কেউ চমকায়
কেউ দাঁড়িয়ে পথের বাঁকে।
সহজ কথায় জটিল হতে
সবাই যখন দৌঁড়ে হাঁটে
আমার মতো বেকুব মানুষ
দাঁড়িয়ে দেখে আকাশটাকে।
একই আকাশ ছুঁতে চেয়ে
হাজার হাতের যুদ্ধ খেলা
নাগাল পেতে ছলচাতুরী
সূর্য চুরি করছে বেলা।
সেলাই করছি আকাশটাকে
হাজার হাতের ঘুড়ির সুতোয়
হে ভগবান দস্যুতা দাও
আলিঙ্গনের বুকের গুঁতোয়।
দস্যুতা দাও বিলিয়ে দেবার
হাতগুলিকে পরিশ্রমে
দস্যুতা পাক দর্জি যারা
সুঁচ ও সুতোর জোড়কলমে।