গোটা পাড়া ইলিশ খেলো
শুনছো টেঁপির বাবা
বাজার গেলেই আনছো পুঁটি
চোখে তোমার ন্যাবা?
আজ কিন্তু ইলিশ খাবোই
নইলে বাপের বাড়ি
ইলিশ রাজা,ইলিশ রানি
খোকা হোক বা ধাড়ি
এক্ষুনি যাও ইলিশ আনো
যেমন দাম হোক
সরষে ইলিশ কাঁপিয়ে দেবে
পাড়াশুদ্ধ লোক
গরমভাতে ইলিশ ভাজা
তেলটা ঢেলে পাতে
ভাপা ইলিশ রাতের বেলা
ডিমের বড়ার সাথে।
একী! তোমার কানে তুলো?
শুনছো টেঁপির বাপ?
এবার পুজোয় চাইনা কিছু
শাড়ি, গয়না মাফ।