"আজ আমার দিন"
-বলেছিলো মৃত্যু শিয়রে এসে
সামান্য খুকখুকে খেদিয়েছি তাকে।
নাড়িটেপা ডাক্তার বলেছিলো মাকে
" স্বল্পায়ু এই মেয়ে তোর"
-পিলে জ্বর ধরেছে এক্কেরে ঠেসে
চিলেকোঠা বন্দী করেছে সেই জ্বর
মন দিয়ে সিঁদকাটা সিঁদুরের ঘর
কালো থেকে সাদা চুলে বাহারি দেশে।
নিশি ডাক ডেকেছিলো খুব গোপনে
মনে হতো কিছু নাই সাদা জীবনে
ছায়াপোকা প্রজাপতি হতো নিমেষে
ঝেঁটিয়েছে পোকা,বোকাসোকা মন
তোমাদের সাথে এই কথোপকথন
ফলিয়েজ করে রাখি কবিতার বেশে।