দীপন নামেতে এক চোর ছিল ভাই
ধরাপড়ে কাঁদিল সে যারপরনাই।
ভুরিভুরি অভিযোগে ক্রমে জেরবার
হাঁচি,কাঁশি,আমাশায় জীবন অসাড় ।
অপরাধ হলো তার বাজার লুটেরা
কোটি টাকা হেরাফেরি করেছে বেচারা !
না করেছে কারো ঘরে অকারণে চুরি
ধর্ষণেতে কণামাত্র নাই বাহাদুরি ।
বোমাবাজি, দস্যুতায় কখনো সে নয়
দীপন সুবোধ ছেলে জানিও নিশ্চয় ।
দীপনের আছে এক শান্তিপুরী পিসি
পিসি সেকি বলে পিসি ! এক্কেবারে দিশি !
দীপন দাঁড়াল যবে ধরে কাঠগড়া
কাজী ব্যাটা পাজি বড় প্রশ্ন দিল কড়া
প্রশ্নপত্র বাছা মোর কখনো দেখেনি
পিসি গেছে গঙ্গাস্নানে তখনো ফেরেনি
অতিকষ্টে ঠোঁট খুলে বলে সে - হুজুর ,
"পিসি মোর রাণি হতে করেনি কসুর"
নগরেতে যত ছিল ষণ্ডাগণ্ডা পাঁঠা
নমো নিয়ে পিসি তারে দিয়েছেন ঝাঁটা
একে একে বলেদিনু সবাকার নাম
কাছা দেখে পাছা কার ঠুকেছে প্রণাম
বিনা তেলে তেলাপোকা আর কতদিন
শুনহে নগরবাসী এ চোর কুলীন।
মনে মনে জপো সবে বলো হরি বোল
এবারেতে কার পালা কে তোলে পটল ।
এক্ষণে প্যাঁচালি যাহা ইনিয়ে বিনিয়ে
বর্ণিলাম তাহা জেনো ডাহা মিথ্যা দিয়ে ।