সমাদর নেই তবু আসি কেন জানো?
বিষাদের মোমে তোমার উঠোন নিকোনো।
একটা বোতাম খোলা জামা কেন ডাকে
একটা জামা খোলা বোতামের  ঘরটাকে?


মেঠোপথে নেমে যায় সন্ধ্যার গান
লাল পিঁপড়ের দল শবদেহ টানে
হাতড়াই দম,গুমধরা বাতাসের কাছে
ছায়াকে সরাই,ছায়া আলো ভালো জানে।


সমাদর জানে উরু,ঘেমো সখ্যতায়
ঘুম চোখে ছুঁড়ে ফেলি দম দেওয়া ঘড়ি
ওত পাতি,থাবা চাটি,জলছাপে পা মেলাই
নখে আর দাঁতে ক্রমশ পোষা বিড়াল হয়ে যাই।