তোমার ক্ষেত্রফল কি নির্মমভাবে
এতোকাল গ্রাস করেছিলো
আমার বৃত্তের পরিধিটুকুও বিজন বাবু!!
তুমি কর্ণ ডেকে আনলে
আমি বসাতাম জ্যা এর দূরত্ব রেখা
না তুমি,না আমি
কোনোদিন মধ্যবিন্দু ছুঁতে পারিনি
আর পারিনি বলেই আমাদের ঘূর্ণন গতি ভিন্ন
আমাদের কক্ষপথ ভিন্ন
আমাদের পলায়ন বেগ ভিন্ন
অভিন্ন কেবল একখাটের আয়তাকার পরিসীমা।
ভিন্ন গতিবেগে ভিন্ন সরণের পতনের
মাধ্যাকর্ষনে রোজ যেখানে প্রতিধ্বনিত হয়
ধ্বনির আসুরিক উচ্চারণ।