১) আধাআধি
~ অদিতি চক্রবর্তী
*********************
আধশোয়া ঘরের চাতালে
আধবোজা যেইনা তাকালে
আধখোলা জানলায় মন
প্রাণঘাতী হলো সেই ক্ষন।


২) নদী
~অদিতি চক্রবর্তী
*****************
নদী,নদী,নদী
তোরই হতাম যদি
জল চিকচিক ঢেউ
নাগাল পেতো কেউ?


৩) ঐতিহাসিক
~ অদিতি চক্রবর্তী
********************
ফের পাশচোখে বেতাল বেচাল
পাওনা মেটাতে সেজে বসে আছে ঠিক
মরমিয়া এক ঐতিহাসিক
আকাশি কিশোর, বয়ঃসন্ধি লাল।


৪) মুদ্রাদোষ
~অদিতি চক্রবর্তী
*******************
চলি বলেও আসার মুদ্রাদোষে
আড়ভাঙা জিভে নাজানি কখন
বেকসুর থামে অনামী স্টেশন
শাপান্ত থাক ইচ্ছা ও আক্রোশে।


৫)টিয়াদ্বীপ
~ অদিতি চক্রবর্তী
******************
বোধনের ছবি মারকাটারি
তোয়ালের টিয়াদ্বীপে জলডুবি ডাঙা
সত্যবানের থিসিসে আটকুঁড়ে রাঙা
প্রামাণ্য প্ররোচনা তাঁরই।