যে পুরুষ হররোজ রাতঘুম বায়নায় ফেরে
স্বপ্নে কাটাব রাত আজ তার সাথে
চৌকি পেতে বসেছি সমাপ্ত শয্যায়
সহস্র শিমূল আর পলাশ ভাষায়
পরিণত মেঘে বড় বেশি খয়াটে আস্বাদ
আনাড়ি রোদ কুড়াতে বাড়িয়েছি যেই হাত -
সেই স্বাধীনে কি ভীষণ ছায়া অপবাদ !
সত্তাহীন জেগে থাকি হ্যাঁচকা প্রহর
হয়তো চাঁদ নেই হয়তো মৃত্যুগন্ধে ফেরারি চক্কর
তবু এইখানে অপরূপ
জোছনারা সামাণ্য উষ্ণতা মোড়া
ফিসফাস আলগা চাওয়ার
ঘেরে ফ্যাকাশে ইজেলে ভালবাসা ছুঁয়ে নামে ইহকাল
যে মেয়েটি বৃষ্টি আর
আঙুল আয়োজনে বৃষ্টি ছিল যার
ছায়ার আলসে নিরিবিলি শেষঘুমে
বৃহন্নলা স্বপ্নসুখে আজ সে একা বা একাকার ।