শুরু হয়ে যদি শেষ হয়ে  যায় এই কলমের কালি,
হারিয়ে যদি যায় স্পদন,আমার চোখের বালি,
নবীন প্রবীন ইতিহাসের রুগ্‌ণ ধারাপাতের গুঞ্জন,
নতুন চোখের ব্যর্থ আলো,জীর্ণ সে অঞ্চল৷
হারিয়ে যাওয়া মৃত লেখায়,শুকনো কালি পটে,
হাতের ছোঁয়ায় ,তুলির টানে রঙীন হয়ে সে ওঠে৷
কতশত ছাই,উড়িছে হেতায়,পথে কত মৃতদেহ,
বির্ময় রাতে পৃথীবীর বুকে মিলনযাতনা মোহ৷
ফেলে আসা দিন,বাড়ায় শুধু মনের গহন জ্বালা
ঝড়ের রাতে কত রাধারানী ,বেচছে কতক মালা৷
বিষাদ নিখিল ভাঙছে শুধুই ;হাতিয়ার শতছিন্ন,
কলমের কালি দপ্ দপ্ করে,হতে পারে নিশ্চিহ ৷