তোমার জীবনীশক্তিতে এত প্রতিহিংসা কেন?
কেন এত আগ্নেয়দহন তোমর রক্তের স্রোতে?
তোমার বুকের মাঝে,
যে ঝংকার অহরহ বেজে  চলছে
তুমি কি শুনেছো তার না বলা ভাষা৷
কাউকে  দিয়েছো কখনও,
ভেজা শিশিরের মতো স্নিগ্ধ একমুঠো ভালবাসা?
তোমার রূঢ় মনের মাঝে,
কখন কি নেমেছে আষাঢ় ?
কুয়াশাসিক্ত শিউলির গন্ধে মথিত
হয়েছে কি তোমার অন্তর অন্ধকার ?
কখনওকি রেখেছো চোখ আকাশের গাঢ় নীলে?
কিংবা দিয়েছো এক প্রশান্ত ডুব সাগরের জলে?


ডুব দাও সাগরের জলে,
ভেজাও দু-চোখের পাতা আকাশের নীলে একটি বার,
তারপর চেয়ে দেখো ,
এই জগত ,এই মানব মানবি  একান্তআপন তোমার৷