যদি চাকরি না দিতে পারো
তবে স্বেচ্ছামৃত্যু দিও।
তোমার সাম্রাজ্যে তুমি
চাহিদাটা জেনে নিও।

যদি ঠিকানা না দিতে পারো
তবে স্বেচ্ছামৃত্যু দিও।
তোমার সাম্রাজ্যে তুমি
চাহিদাটা জেনে নিও।

যদি স্বাধীনতা না দিতে পারো
তবে স্বেচ্ছামৃত্যু দিও।
তোমার সাম্রাজ্যে তুমি
চাহিদাটা জেনে নিও।

যদি অধিকার না দিতে পারো
তবে স্বেচ্ছামৃত্যু দিও।
তোমার সাম্রাজ্যে তুমি
চাহিদাটা জেনে নিও।

যদি নিরাপত্তা না দিতে পারো
তবে স্বেচ্ছামৃত্যু দিও।
তোমার সাম্রাজ্যে তুমি
চাহিদাটা জেনে নিও।

যদি চিকিৎসা না দিতে পারো
তবে স্বেচ্ছামৃত্যু দিও।
তোমার সাম্রাজ্যে তুমি
চাহিদাটা জেনে নিও।

যদি মর্যাদা না দিতে পারো
তবে স্বেচ্ছামৃত্যু দিও।
তোমার সাম্রাজ্যে তুমি
চাহিদাটা জেনে নিও।

যদি সাহস না দিতে পারো
তবে স্বেচ্ছামৃত্যু দিও।
তোমার সাম্রাজ্যে তুমি
চাহিদাটা জেনে নিও।

যদি বিচার না দিতে পারো
তবে স্বেচ্ছামৃত্যু দিও।
তোমার সাম্রাজ্যে তুমি
চাহিদাটা জেনে নিও।

যদি স্বপ্নের মূল্য না দিতে পারো
তবে স্বেচ্ছামৃত্যু দিও।
তোমার সাম্রাজ্যে তুমি
চাহিদাটা জেনে নিও।