ফেসবুকে নিমগ্ন থাকা মন--
সেলফির মোহে আজ যুবক যুবতীগন!
মেসেঞ্জারে প্রেমালাপ হয় হামেশায়--
বেরসিক প্রেমিক ছবিতে চুমু খায়।
সব যেন নতুন ডিজিটাল--
চেয়ে দেখি লজ্জাহীন নারীর দালাল!
পট বদলের জন্য মাতামাতি--
কারো নামে কুৎসা রটে রাতারাতি।
দেশের কান মুলে ঢেঁকুর তুলে কেউ--
ঘাটে বাঁধা তরী, - কারো মনে লাগে ডেউ।
পর্দার আড়ালে সব যেন পণ্যের নষ্টামি--
সাধু বেশে অসাধু ভবঘুরে! - কেমন ভন্ডামি?
কেউ তো আবার ষড়যন্ত্রের জাল ফেলে--
খ্যাতি লাভের আশায় তাঁর দু-নয়ন মেলে!
সভ্যতার আড়ালে যেন এক অসভ্য সমকাল!
এই বিষাক্ত খেলা, জানিনা চলবে কতকাল?