যখন আমি ছিলাম তুমি! - তোমার মতোই বেশ!
চোখের মণি সবার রানী! - আমার কথাই শেষ!
মায়ের হাতে বাবার পাতে। ভরতো আমার পেট!
রোজ রাতে ঠাকুমা সাথে! - গল্প দিতো ভেট।
ঘুমের ঘোরে ভীষণ জোরে! - যখন উঠতাম কেঁদে!
আমায় ধরে ঘুমের ঘোরে! - শক্ত হাতে বেঁধে।
বলতো পরী হায়রে হরি! - দেখেছো মেয়ের কান্ড!
"কী-যে করি ভয়ে মরি! - বাঘ যে প্রকান্ড!"
একটু হেসে বাবা শেষে! - বলতো এবার থাম।
সুখের শেষে অন্য দেশে! - বাবার এলো নাম!
বাবার শোকে মায়ের বুকে! - ছিলাম কদিন ভালোয়!
লোকের চোখে সংসার সুখে! - জীবন জুড়ে প্রলয়।
ছোট্ট খুঁকি এখন সুখী! - বুঝবি পরে সব !
মনের দুখী মায়ের খুঁকি! - মায়ার খেলায় ভব!
একার দেশে একাই আমি! - আমার আমি প্ৰিয়।
দিনের শেষে অন্য ছবি! - থাকনা বলাই শ্রেয়!
দেখনা ছুঁড়ি আমি বুড়ি! - পথেই আছি বেশ।
লাঠি ধরি খিদেই মরি; - হারায় কেনা দেশ!
রাখেনি খোঁজ আমি নিখোঁজ! - পাগলী নামে ডাকিস!
জীবন বোঝা এতোই সোজা? - একটু ভেবে দেখিস!
ওরে সোনা চাঁদের কণা! - দে-মা এবার ছেড়ে,
লক্ষীটি মা ঘরে যা, - মায়ায় মায়া বাড়ে!
হীরের খনি চোখে ছানি, - তবুও স্মৃতি ভাসে!
আজব জানি এই কাহিনী, - লাজুক লাজুক হাসে।