জীবন হলো বহমান নদী
আজীবন-ই তা বয়ে যায়
তবে চর পড়ে মরু হয়
যেদিন তার যৌবন ফুরায় ।
যৌবন ছিলো যতদিন
বয়ে চলতো আবেগহীন
জোয়ার ভাঁটার উদ্বেগে
জীবন চলতো নব উদ্ভাসে ।
কলকলিয়ে চলতো বয়ে
স্রোত ধারায় এ জীবন
হাসি-খুশি থাকতো লেগে
এ জীবনে সারাক্ষণ ।
বৃদ্ধ নামক এমন চর
পড়লো এ নদীতে
এখন আর নাচেনা এ মন
হাসি খুশী আনন্দতে ।
এমনি ভাবেই বয়ে চলে
জীবন নামক বহমান নদী
পাবেনা ফিরে আর কোনদিন
অপেক্ষা করো তুমি যদি ।