নন্দিনী,,,
যাবেই যখন যাও।
যখন বাঁধতেই পারিনি,
আজও হৃদয়ে হৃদয়।
এই বিদায় বেলায়,
কেঁদে কি আর হবে?
মুছে নেবো জল তবে,
বেদনার আঁচলে।
দাঁড়াবো না পথে,
বাড়াবো না অপয়া হাত!
ডাকবো না পেছন হতে।
শুধু এই শেষ চাওয়াটুকু;
যদি সম্ভব হয় সখি !
তোমার দুটি চোখ রাখো,
একবার আমার এই,
নিলাজ দুটি চোখে.
তোমার চোখের নীলে,
শেষ বারের মতো,
দাওনা আমায় হারাতে?
প্রিয় রংতুলিতে,
আঁকতে দাও জলছবি
হৃদয়ের ক্যানভাসে!
না সখি না!
এমন মিনতী তুমি,
আর ভুলেও রেখো না।
সখি পায়ে পড়ি!
তোমার চোখে রাখলে চোখ,
হারাবো পথের ঠিকানা,
ওগো প্রিয়তমা,,,
হয়তো এজন্মে আর ,
আমার যাওয়াই হবেনা।