পৃথিবীটা আজ শুধু ফেসবুকে বন্ধ,
মনে নেই ভুলে গেছি মাটির কি গন্ধ!
শরীরটা জড়সড়, চোখ শুধু ফোনেতে;
রঙ নেই বাস্তবে, যত রঙ মনেতে।
ভুলে গেছি খেলাধুলো, বইটাও ভুলেছি;
আবেগের ঝড়টাও আপডেটে তুলেছি !
ফেসবুকে বেড়ে যায় বন্ধুর লিষ্টি,
হায় রে ফেসবুক; এ কী তোর সৃষ্টি ?
কেউ আছে থাইল্যান্ড, থাকে কেউ পাবনায়;
মন তবু তাকে ঘিরে, কতো কী যে ভাবনায়।
কার বাড়ে কত দর, সে শুধুই চিন্তায়,
ফেসবুকে কাটে সময় প্রতিদিন তায় !
আড্ডা আর চ্যাটিং এ, মেতে থাকে সকলে;
ভবিষ্যৎটা মাটি করি আমরা অকালে,
আমিও যে ভুক্তভুগি, ফেসবুকের কবলে;
পারি না যে রাখতে নিজেকে আগলে,
রাত দিন মজে থাকি, ইন্টারনেটে;
এবার না বাটি নিয়ে বসতে হয়, প্রতিক্ষালয়ের গেটে!