আজ আমি বড়ই আগছালো,
হয়তো বড্ড এলোমেলো !
আমি যে খুবই মূর্খ!
কেনো জানো ???
যে মেয়েটা রোজ সকালে,
কলেজে যেত ব্যাগ ঝুলিয়ে,
তাকে প্রথম এক ঝলক দেখাতেই,
একটা রক্ত গোলাপটা দিয়ে বলেছিলাম,
" আমি তোমাকে ভালোবাসি। "
যে মেয়েটা রোজ সকালে,
পরিপাটি সেঁজে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকত,
তাকেও একটা লাল গোলাপ দিয়ে,
বলেছিলাম, " আমি তোমাকে ভালোবাসি! "
প্রত্যাখ্যান করেছিলো দুজনেই,
ভালোবাসার গোলাপ মাটিতে মাড়িয়ে দিয়ে ।
প্রতিটি ভ্যালেন্টাইনে এভাবেই,
খুঁজে বেড়াতাম আমার ভালোবাসাকে।
অথচ যে মেয়েটা রোজ রাতে
বালিশে মুখ গুঁজে কাঁদত,
জানো সেই মেয়েটাও আমাকে,
একটা রক্ত গোলাপ দিয়ে বলেছিলো,
" আমি তোমাকে ভালোবাসি। "
কিন্তু আমি বারবার তাঁকে প্রত্যাখ্যান করেছি,
তবুও মেয়েটা আমার শত অবজ্ঞা উপেক্ষা করেও,
আমাকে বলতো ' ভালোবাসি,'
জানো মেয়েটার শরীর রোজ রাতে,
ধর্ষন হতো আমার নরম বিছানায়,
তবুও সবটুকু রক্তবিন্দু দিয়ে,
ভরিয়ে তুলতে চেয়ে ছিলো
আমার ভালোবাসার সংসার,
সেই মেয়েটাকে আমি গোলাপ দিয়ে,
আজও বলতে পারিনি,
" আমিও তোমাকে ভালোবাসি। "
আজ এক এক করে আঠারোটি বসন্তের পাতা ঝরে গেল,
তবুও সেই মেয়েটিকে বলা হল না,
" তুমিই আমার ভ্যালেন্টাইন নন্দিনী,
তোমাকে আমি খুব ভালোবাসি! "