তুমি আমার নয়ন মনি,
আমার পরাণেরও পরাণ!
একটিবার তোমায় দেখলে,
জুড়ায় মন-প্রাণ।
ছোট থেকেই দিয়েছি তোমায়,
কত কষ্টের জ্বালা !
পাশে এলেই ইচ্ছে করে,
পরিয়ে দিতাম মালা!
তুমি আজও বাড়ির মাথা,
গ্রামের সুনাম-ধন্য মানুষ।
তোমার কথায় ফিরে পায়,
শত মানুষেরা হুশ!
তোমার কাছে কতো গল্প,
রাত্রি জেগে শুনতাম!
ঘুম এলে দাদু তোমার বুকে,
মাথা রেখে ঘুমাতাম।
এখনো দাদু ইচ্ছে করে,
সেই সব দিন ফিরে পেতে,
এখনও তো ইচ্ছে করে,
তোমার ছোট্ট নাতি হতে,
সময় বড় কঠোর দাদু,
অতীতে ফিরতে দেয় না!
তোমার মতো কেউ তো দাদু,
আদরে ভরিয়ে দেয় না!
তাইতো আজও বাড়ি এলেই,
ছুটে যায় গো তোমার কাছে,
ভয় হয় গো দাদু!
আমায় ভুলে যাও পাছে!
তোমার কাছে পেয়েছি দাদু আমি ,
আমার ভালোবাসার দাম,
তোমার প্রতি জানাই দাদু,
সহস্রবার প্রণাম !
এই ছবিতে আমার পাশে যিনি আজ,
উনি আমার দাদু, ' ভক্ত শিট ' উনার নাম।