"" কবিগুরুর স্মরণ ""
**** সুকান্ত পাল ****


হে কবিবর,
কবির শ্রেষ্ঠ কবিগুরু
তোমার চরণে লেখা অর্পণ করেই
আমার জীবনের লেখা শুরু
সেই কবেকার কথা আজও মনে পড়ে
বয়সতো আমারও কম হলনা তবুও,
আঠারোটা বসন্ত পার করে ঊনিশ তম বসন্তে এসে পা রেখেছি,
প্রতিটা রাতে সকালে,
তোমারই শুধু আরাধনা.
বারোটা বসন্ত আগে,
সকালের আলো ফুটলেই যেতাম পাঠশালা,
পথে যেতে একলার ভয় কেড়ে নিত তোমার গান
" যদি তোর ডাক শুনে কেউ না আসে,তবে একল চলো রে......"
রাতের আকাশে
জানাল দিয়ে চাঁদ দেখা দিলে আজও মনে পড়ে
" চলে যাই চাঁদে চড়ি সারা রাত ধরি। "
এমন আরো কত কী!
সুখে দুখে ভালোলাগা ভালবাসা সবেতেই তোমার সঙ্গ পাই
তোমার কাছেই শিখছি জন্মদিন মৃত্যুদিনের সমভাবনা।
জানি তুমি আজও আছো তেমনি
অন্তত আমার শয়নে স্বপনে.
বারোটি বসন্ত আগে যেমন ছিলে,
প্রণাম তোমার চির পাওনা
আজ শুধুই তোমার স্মৃতি স্মরণ করা।