এক নারীর জঠর যোনি পথে এসে--
আর এক নারীতে যৌন মিলন শেষে!
আমি সেই পুরুষ! - অযথা প্রেমিক নামে,
আমি যে কিম্পুরুষ! -- এক নারী জানে,,,
বিষাক্ত নখে, -- বুকের আঁচড় কাটা আমি--
প্রেম সমীকরণ লিখি, -- " শরীর প্রেমে দামী "!
আমি তো পুরুষ! -- হতেও পারি প্রেমী--
নপুংসক সমাজ ঘরে, -- আমি অনন্য সংগ্রামী!
চৈতি বিকেলের বুকেই, -- লিখতে পারি গান!
এক নারীর সুখেই, -- দেহ গঙ্গায় স্নান।
তবু আমি পুরুষ, -- কালবৈশাখী হতেও পারি,
অভিশপ্ত রাতের গল্প বিদূষী এক নারী!
কামনার  কড়া আগুনে, পোড়া চুল্লীর দাবদাহে,
এক নারী সর্বশান্ত! -- ধর্ষিত জীবন প্রবাহে!
তবু সেই পূরুষ, - মৃত মনের দেহে,
বেঁচে থাকে প্রাণে! - নিছক নিশ্চিন্ত নিঃসন্দেহে