আমাদের ছোটো গাঁয়ে, - প্রাচীন সেই স্কুল,
গুটি কয়েক শিক্ষক - ভবন যেন হাউস ফুল!
চকচকে ঘর বাড়ি -- ধকধকে বোর্ড যার!
নিক নামের কারিগর -- শিক্ষায় মুখ ভার!হুটোপুটি তো রোজকার - ঠেলা ঠেলিও লাইনে!
খ মানেই ভুলে বেশ -- পড়ুয়ারা আজ নাইনে!
দাদা দিদির পাশে বসেই কেটে যায় সারা বেলা,
নিলামে ওঠে শিক্ষা - জানিনা এ কেমন খেলা?
মঙ্গলে ডিম হয় -- তাই লাগে ভীড়!
স্মার্টফোন ব্যাগে থাকে -- যেন স্বপ্নের নীড়।
বছর শেষে মোটা টাকা, প্রকল্প হাতের মুঠোয়!
বানভাসি শিক্ষা ডুবি, আঁকড়ে বাঁচি খড়কুটোই।
কবেকার সেই দিন -- চোখে সব ঝাঁপসা!
এসি চাই এইবার -- ফ্যানের হাওয়া ভাঁপসা!
ডিজিটাল হতেই হবে -- ভেবে দেখুন এবেলা!
অধুনিক এই বেশ, ঘনিয়ে আসে সাঁঝবেলা।
শিক্ষক পরেই আসুক -- আগে হোক ইমারত!
সে বিচারে তিন তল  -- নিকেতন এ যাবৎ।
খোলা মাঠ জুড়ে আজ - ধোঁয়া ভাসে অবিরত!
সময়ের ঘেরাটোপে গল্প লেখা হয় কতশত।
গরমিল থেকেই যায় -- ঘুণে খায় চাল সব!
সাদা নীল পোশাকে -- বয়ে চলে শিক্ষার শব।
সব দেখেও চুপ থাকে শিক্ষিত -- বকে যায় মূর্খ,
শব্দের অপচয় শুধুই -- বেড়ে যায় যুক্তি-তর্ক!
যুক্তি নয় মুক্তি চাই - তাই লড়াই হোক রাজপথে
মানুষ তো মানুষের'ই কবর দেয় নিজের হাতে--
লেলিহান শিখায় পোড়ায় তার সাধের দেহটা--
তবে লড়াই হোক -- মুছে যাক এ অরাজকতা!
মিছিলের পায়ে পথ -- হেঁটে যায় কচিফুল!
নীতিহীন রাজপথে   আঁকা হয় বনফুল!
ইতিহাস সাক্ষী -- হোক সে যতই বড়ো বীর!
সময়ের ব্যবধানে পরাজয় -- খুঁইয়ে যায় শির!
.
.
.
বিঃ-দ্রঃ -- আপনার মনের কথা কিংবা কবিতা ভালো লাগলে একটু প্রতিবাদ চাই,,,,
শিক্ষার উন্নতি চাই, প্রকৃত শিকক চাই......