এ যেন এক 'অসুস্থ সময়'!
    কারো যদি খোঁজ না রাখি,
অজান্তেই কখন যে দূরত্ব বেড়ে যায়!
     আর যদি তার খোঁজ রাখি!
   তবে সে আজও বিরক্ত হয়ে যায়।
       এ এক চরম 'অসুস্থ সময়'!
রাতের অন্ধকার গভীর থেকে গভীরে,
    আরও যত বেশি গাঢ় হতে চাই,
  আমার বুকের বাম পাশের খাঁচাখানি,
হঠাৎ কেন জানি অবিরত মোচড় দিতে থাকে,
  মিথ্যে জমানো শত স্বপ্নডালি কেন জানি,
কারণ-অকারণে পল্টনের মতো হানা দিয়ে,
আমার এই ক্লান্ত চোখের ঘুম কেড়ে নেয় !
সত্যিই,  এ এক কঠিন 'অসুস্থ সময়'!
   এখন নিয়ম করেই তোমার নামে,
  রোজ রোজ আমার যত অসুখ হয়।
   ভাঙনে ভাঙনে বিলীন হয়ে যাওয়া
    আমার ভাঙা বুকের ডান পাশটা,
এখনো একটু আধটু ভেঙে যায় বৈকি!
  তুমি কখনো আবার যদি নদী হয়ে,
ফিরে আসবো ভাবো, -- এই খেলাঘরে,
  জলছবির কোনো চেনা জলসা ঘরে!
এবার কিন্তূ তুমি তবে সত্যি হয়েই এসোl
কল্পনা হয়ে আর কিন্তূ থেকো না দূরে সরে!
তবে কী আমার বুকের ভিতরেই ভুমিহীন শূন্যতা?