চলে গেল তারা , ছেড়ে গেল বিশ্বমায়া ,
রেখে গেল কিছু , অজানা – টুকরো স্মৃতি ;
তাদেরই কথা , কেউবা বলে কেউ না ।


তারা কেন গেল , জানতে চায় সবাই ,
কোথাও কারন , মেলে অল্প উঁকি দিয়ে ,
আবার কোথাও , কোন কারন যে নাই ।


স্মৃতি পড়ে থাকে , কেবল তাদের মনে ,
যারা ছিল পাশে , তাদেরই খুব কাছে ।


ওরাতো চায়নি , তবু চলে গেছে দূরে ।
স্বাভাবিকভাবে ? তা কেইবা জানে ভালো ?
স্বাভাবিক বলে , কিছু নেই এ জগতে !


যা রয়েছে পরে , স্বাভাবিক নামধারী ।
স্বাভাবিক লাগে , ধাঁধা মাখা এ দু’চোখে ;
তবু চলে যায় , সবাই এ বিশ্ব ছাড়ি ।