১.
জীবনানন্দ,
শত সৃষ্টি দিয়েছ
এই ভাষায় ।

২.
ওরা সুকান্ত -
হবে বলে, মাথার
ঘোমটা খোলে ।

৩.
পরিবর্তন ;
সবাই চেয়েছিল ,
পায়নি কেউ ।

৪.
সবুজ পাতা ,
আজ ঝড়ে পড়ছে ,
খুবই ধীরে ।

৫.
ওরা যাবেনা ;
থেকে যাবে - গভীরে ,
অতলহীনে।

৬.
নতুন প্রাণ ,
হঠাৎ এলো নীড়ে ;
পাখিরা সুখী ।

(চলবে)