১.
নাচে আনন্দ ,
এ শুচি বিশ্ব তরে ;
অশুচি হাসে ।
২.
যত উন্মাদ -
পথে খুঁজতে থাকে ,
ভুল আকাশে ।
৩.
কৃষ্ণচূড়ার -
প্রতিটি ডালে আজ ,
রক্তের খেলা ।
৪.
উত্তপ্ত রাস্তা ,
পায়ে তো জুতো নেই ,
বুঝুন ঠেলা !
৫.
বিষাক্ত নদী ,
তাতে ডুবেছে লঞ্চ ,
মরা ভাসছে ।
৬.
নির্ঘুম রাত ,
ঝিমঝিমানি চোখ ,
চলছে যুদ্ধ ।