১.
আযান শেষ ,
উত্তরতো দেইনি ,
আবার শুরু ?
২.
ফড়িং নাচে ;
অপেক্ষায় ব্যাঙটা ,
প্রহর গুণে ।
৩.
নীল জোছনা ,
লাল তারার মাঝে ,
শুদ্ধতা খোঁজে ।
৪.
এ আমি আজ ,
চুপচাপ ভেঙেছি ,
আমা’ কারনে ।
৫.
হাইকু – হাক্কু ,
জাল পেতে পড়ছে -
আমার কাক্কু ।
৬.
ঘুম ভেঙেছে ;
কেন মনে পড়ল -
হিসি এসেছে ।