"ললিতা"
         -অনিতা মুদি

হে মোর ললিতা সখি,
কি জন্য এত উদাসী।
তব মুখে প্রতিদিন ফুঁটে যে হাসি।
হঠাৎ সে হাসি হল কেন সীমিতক্ষানী।
কি জন্য এত জ্বালা যন্ত্রণ
কি হবে দুঃখ করে।
যেথায় এই পৃথিবী মায়াবী
সেথায় মানুষ বিষাদী।
ভুলে যাও সেই বচন যার
জন্য ব্যথিত তোমার মন।
ফিরে এসো আবার হাসি মুখে।
দেখো তোমার সুখ তোমাকে ডাকছে ।