যা থাকার কথা যেথা - সেথা দেখি তা নাই!
যেখানে গেলে শান্তি পেতাম - সেখানে ব্যাথা  পুরোটাই!

যাদের থাকার কথা চৌকাঠে বন্দী - তারা এখন খোলা আকাশে মুক্ত!
যারা থাকার কথা মুক্ত বিহঙ্গের মতো - তারা এখন অন্যায় মামলায় কারা ভুক্ত!

যাদের হৃদয়ে নেই মানবতার ছিটেফোঁটা -
   তারাই শেখায় মানবতার মূলনীতি!
যাদের হৃদয়ে চাষ পাশবিকতার -- তারাই শেখায় শান্তি ও সম্প্রতি!

যার হৃদয়ে প্রেমের খরা
    সেই দেখি বিশ্ব প্রেমিক সাজে!.
প্রেম জোয়ারে ভাসছে যে,
    তাকে শুধাই ভন্ড,বাটপার বাজে!