পাখিটা অদ্ভুত ছিলো ,
নিজেই এসে ধরা দিলো ,
আবার নিজের ইচ্ছাতেই   চলে গেলো ।
সত্তিই  পাখিটা অদ্ভুত ছিলো ।
পিরিতের মমত্ত হয়ত বুঝতে পারেনি ।
আসলে পাখিটা ছিল বড্ড অভিমানী


কতই না লালনা করিয়া আমি ভালবাসিলাম
তাহার দলে যাওয়া পথের ধুলো ।
নাহি বা হয়িলো সে মোর জীবনের আলো ।
আমি ছাহিয়াছিলুম পাখিটা উরে গেলো -
পিছনো ফিরে তাকায়নি ,
আসলেই পাখিটা ছিল বড্ড অভিমানী ।


আমি আদর করিয়াছি তাহারে
শিকল তো দেইনি পায় ,
অন্তরে পুশিয়াছি যত্ন করি ,
তবুও না রহিলো উড়িয়া গেলো দূর নীলিমায় ।
তাহলে কি আমার প্রেমে খাঁদ ছিলো ...?
তাও তো বলে যায়নি
আসলে পাখিরে তুই বড্ড অভিমানী ।


বৃষ্টিতে না ভিজায়েছি বুখারোতার ডরে ,
মানিলো না পোশ , চিনিলো না আমায় ,
উড়িয়া গেলো বহু দূরে ।
শাওনো রাতের কথা এখনো তো ভুলি নি ,
ভুলে গেলি তুই রেখে গেলি মায়া
আর হয়ে গেলি অভিমানী ............।