তুমি আমার শত জনমের শোক মায়া ।
       অন্তরে রাখিয়াছি তোমায় , বাহিরে বৃষ্টি ।
জানালায় রাখিয়াছি হাত ,
   শন শনে বাতাসে কাকাতুয়া পাখির ঘুম ভেঙ্গে গেলে
নির্ঘুম কেটে যায় সারারাত ।
                তুমি আমার শোক মায়া ।
তোমারো দুয়ারে দাড়ায়েছিনু  , বহু কাল ধরে ।
        খুলেনি কেহ বদ্ধ কপাট ।
আজ হাজার বছর পরে , একাধিক জনম পেরিয়ে ,
কেন আজো ভুলতে পারিনি , কেন আজো মনে পরে বারে বারে ।


     আমি সমুদ্রের নীল তিমি হয়ে দেখেছি ,
তুমি ঢেউ হয়ে ছুঁয়ে যেতে আমাকে ।
         আমি ছুটেছি তোমার সন্নিকটে ,
শুদু একটি বার অদূরে পেতে তোমাকে ।


       কত রুপে , কত বর্ণে ,
তোমারেই চাহিয়াছিনু প্রতিটি জনমে ।
      কখনো ঘাসফুল , কখনো কাশফুল ।
কখনো শঙ্খচিল  , কখনো বসন্তে কোকিল ।
আবার, কখনো বালিহাঁস হয়ে উড়ে গেছি  অচেনা দুরের পথ ।
      কখনো নীলিমায় মিশেছিনু সাদা কালো ধোঁয়াশায় ।
আজ হাজার বছর পরে, এই জাম্বুদ্বীপের ঘরে ।
মানব জনমে এসেছি আবার ,
আমি তোমারে দেখিয়াছি , তোমার স্পর্শ মাখিয়াছি
হায় আমি অকৃতার্থ , এ বারেও বুঝি হয়নি সময় তোমারে পাইবার ।
তুমি আমার শত জনমের শোক মায়া ।