প্রিয় সীমান্ত ,
অপেক্ষা করো ,
আমি আবার আসবো, তোমার পানে ।
হঠাৎ করে যদি কোন এক অবেলায়
আমায় মনে পরে যায় তোমার
আর যদি চোখে ভাসে জল ,


আমি সেই দিন শেষ বিকেলের সূর্য হয়ে
এক হাতে এক মুঠু রোদ নিয়ে ,
অন্য হাতে হিমেল হাওয়া দিয়ে
তোমায় ছুঁয়ে দেব ,
তোমার নয়নের জল ধুয়ে দেব ,
হয়তো বা তুমি জানবে না,
সেই দিন আমিই ছিলাম সূর্যটা ।


                  (ইতি)
( তোমার হারিয়ে যাওয়া কুঞ্জলতা )