এমন বহু রাত আমি নিঃসঙ্গ পাড় করেছি । কখনো একা থাকতে পারিনি । পারিনি নিজেকে সঙ্গ দিতে।
অথচ বহু রাত আমি নিঃসঙ্গ পাড় করেছি ।


একা থাকা আর নিঃসঙ্গ থাকার মধ্যে পার্থক্য অনেক।


একা থাকা কাকে বলে বলতে পারো ?
আমি তো কখনো একা থাকিনি । যখনি সঙ্গহীন থেকেছি বহু ভাবনারা এসে একাকিত্ব দূর করে আমাকে নিয়ে গেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে । রূপকথার হাত ধরে কত শত রমণী আমার সাথে হেঁটেছে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ায়, কখনো ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালিতে। ,


কখনো
কল্পনার অভ্যন্তরে বহু অচেনা বন্ধু এসে আমাকে নিয়ে গেছে মহামায়া থেকে মহমায়ায় । নিয়ে গেছে দিক থেকে দিগন্তে।
আমি তো একা থাকিনি ।


একা থাকার সঙ্গা কি বলতে পারো ?


✍🏻_মাহমুদ সোহেল (প্রণয়)