হ্যাপি নিউ ইয়ার সবার জন্য আসেনা । কারো কারো জীবনে হ্যাপি শব্দটার মানেই বোধয় মিথ্যে প্রবর্তনা অথবা অনুৎসাহিত অভিলাষ । কারো কারো জীবনে হ্যাপি শব্দটার মানেই বোধয়  উচ্চাশা কিংবা আরব্য রজনীর অস্পর্শনীয় সোনার পাথর , যাকে স্পর্শ করা যায়না ।


আজকের দিনেও দশটাকা গাড়িভাড়া বাচাতে যেই মানুষটার তিন কিলোমিটারের পথ হেঁটে আসতে হয়েছে ? তার কাছে সময়ের পরিক্রমায় বছর বদলিয়েছে ঠিকই, কিন্তু হ্যাপি বলে কোনো নিউ ইয়ার আসেনি ।


এখনও যেই মায়ের পেটে তিন দিন, চার দিন খাবার পড়ে না । সেই মায়ের ভাঙা ঘরে জোছনার আলো আসে ঠিকই । কিন্তু হ্যাপি নিউ ইয়ার আসে না।


আজকেও যেই ভাইটার সকাল সকাল ঘুম থেকে উঠে মজদুরি খাটার জন্য বেরিয়ে পড়তে হয়েছে খালি পেটে ?
সেই ভাইটার ইংরেজি ক্যালেন্ডারে একত্রিশ তারিখটা এসেছিলো ঠিকই, কিন্তু হ্যাপি বলে কোনো থার্টফার্স্ট আসেনি।


এখনও অনেক মানুষ আছে , কেউ তাদের শুভেচ্ছা জানালে, ঠোঁটের ভাজে মিথ্যে মুষ্কান রেখে প্রতিশুভেচ্ছা জানায় ঠিকই, কিন্তু হ্যাপি শব্দটা কেবল মাত্র একটি শব্দের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায় , জীবনের উপর তার কোনো প্রভাব জায়গা করতে পারেনা।


আর কিছু মানুষ তো ভুলেই যায় হ্যাপি বলেও মানুষের জীবনে একটা অংশ থাকা লাগে বা থাকা উচিত ।
আল্লাহ্ পাক সবাইকে হ্যাপি করে দিক ।