যা কিছু পেয়েছি জীবনে
তা আজ হারিয়ে ফেলেছি ,
যদি কিছুই না পেতাম জীবনে -
তাহলে হয়তো এতোটা কষ্ট
থাকতো না মনে ।


বিশাল মরুভূমির মাজে
জনশূন্যতার পথে ,
হেটে চলেছে জীবন ,
কোথাও এক বিন্দু  পানি নেই -
পিপাশায় ক্লান্ত হয়ে গেছি এখন ।


দিন যায় রাত আসে
শুধু  স্মৃতি গুলো ছাড়া
আর কেহ নেই পাশে ।


সাথী শূন্য বিষণ্ণ মন
কষ্টেরা করে খেলা ,
আর কত কাল বেয়ে যাব জানিনা
এই দুঃখ নামের ভেলা ।


আকাশে করেছে মেঘ ,
বৃষ্টির আনা গোনা ,
মনে হয় জীবনে বুঝি  আর সুখ পাবো না ।


নাই বা পেলাম সুখের দেখা ,
নাই বা হলাম সুখি
দুঃখ মানব হয়ে না হয়
.কাঁদবো  নিরবধি ।