তুমি আমার কখন হবে ?
কখন ছোঁব তোমার হয়ে-নীল গগনে হাল ঘুরাবো ,
পাল উড়াবো বাতাস পানে , তুমি রবে হাত বাড়িয়ে, ঠায় দাঁড়িয়ে-
মধ্য দুপুর , বাজবে নূপুর তোমার পায়ে ।
তুমি আমার কখন হবে ?


তুমি রবে হৃদ মাজারে ,
পথের মোড়ে দাঁড়িয়ে রবো , একা হবো,
রাগ ভাঙাবে আদর করে, সুরে সুরে গাইবে গান সেই সে টান -
মাঝির নৌকায় বেড়াতে যাব ,
তোমার বুকে মাথা রেখে তোমার শুদ্ধ প্রেমিক হবো ।
তুমি আমার কখন হবে ?


অগস্ত্য যাত্রায় ,
তুমি আমি সঙ্গী হবো ,
হারিয়ে যাবো ,
বিশ্ব ছেড়ে অনেক দূরে ।
স্বর্গপুরে স্বর্গবাগে , অনুরাগে তোমার বুকে অমর হবো ।
তুমি আমার কখন হবে ?


আবার দুজন জন্ম নেব , ইচ্ছে হলে মানব কুলে -
ফুলে ফুলে ভ্রমর হবো । উড়ে যাবো শূন্যে দুজন , করবো কূজন,
অশ্লীলতায় নগ্ন হবো ,
তোমার বুকে মাথা রেখে তোমার শুদ্ধ প্রেমিক হবো ।
তুমি আমার কখন হবে ?


( ভুল ত্রুটি মার্জনীয় )
ধন্যবাদ ---|