ভর দুপুরে বটতলাতে
অলস এলো নেমে ,
কৃষকের ক্লান্ত তনূ
ঝরছে পানি ঘেমে ।


রাখাল রাজা বাঁশি হাতে
বট বৃক্ষের ডালে ,
হলুদ পাখিটা যাচ্ছে কোথা
রৌদ্রে ডানা মেলে ।


তৃষ্ণার্ত কণ্ঠে বাউল
গাইছে তবু গান ,
আকুল করা সুর টা যেন মন মাঝির প্রাণ


পানি শূন্য মাঠ আর
বৃষ্টি নেই আকাশে ,
দিবা নিশি বইছে আহা
তত্ত্ব বায়ু বাতাশে ।


পৃথিবীর বুকে পড়লো বুঝি
আগুনের নিঃশ্বাস ,
শুরু হল বাংলা ঋতুতে
বসন্তে চৈত্রী মাস ।


(( সবাইকে আধা বসন্ত R নবচৈত্রের শুভেচ্ছা ।))
ভুল ত্রুটি মার্জনীয়।