সময়ের মাটি মাড়িয়ে , নিজ গন্তব্যে পা বাড়িয়ে ,
এক দিন
একা হয়ে যাবো ।
বুকের অন্তরস্থে জমানো ভালবাসা ছাড়িয়ে ,
অবচেতন জীবনের উপর দাড়িয়ে ,
নীরবতা নিয়ে একদিন হারিয়ে যাবো ।


একদিন  
কষ্টগুলো পথ হারাবে ,
এই জাম্বুদীপটা ছেরে যেদিন চলে যাবো।
একদিন খুব একা হয়ে যাবে কষ্টগুলো ,
আমি জানি'- কষ্টগুলো একদিন খুব মিস করবে আমাকে ।


আমার জীবনের
সাথে জড়ায়ে- বহুবছর কাটালো, আমাকে কাঁদালো ।
একদিন আমি থাকবো না ,
কষ্টগুলো খুঁজবে আমায় ,
খুঁজতে  খুঁজতে যখন খুব ক্লান্ত হয়ে পড়বে ,
যখন আমিহীনতা অনুভব করবে ,
তখন বুঝবে কষ্ট কি ?
তখন হয়ত নিজে নিজেকে গালি দেবে ।


কষ্টগুলোর চোখে সেদিন কান্না আসবে ,
এক দু ফোটা করে মাটিতে পড়বে কান্নার জল ।
সূর্যের তপ্ততায় শুকাবে তা ...
তখন বুঝবে আমিহীন সে কতটা অচল ।
      একদিন মাটি হয়ে যাব