এ প্রেম এখানেই শেষ নয় ,
হাজার বছর পরে , আবার নতুন করে
জীবনান্দ  দাসের এক লাইন কবিতা ঘেসে,
আবার আসিবো ধানসিঁড়ির দেশে ।
আবার নতুন করে তোমায় ভালোবেসে।
পাহাড়ী ঝর্ণা হয়ে পরবো ঢলে ,
অ - হে পার্বতী তোমায় স্নান করাবো
আমার শীতল জলে ।


নীল মনি লতায় হলুদ
পাখি হয়ে দুলবে তুমি ,
নীরব নিসচুপ বায়ুতে তোমায় ছুঁয়ে যাবো আমি  ।
মাতালো মহো মহো স্নিগ্ধ আলো হয়ে তুমি ভাসবে আকাশে ,
মুগ্ধ মনোময় মোর ভেসে যাবে হিমেল আবেসে ।