কখনো তুমি
দিনের আকাশে সূর্য হয়ে ভাসো,
        কখনো তুমি
রাতের বুকে চাঁদ হয়ে হাসো ।
         কখনো তুমি
উঁচু পাহারের ঘন গাছের কোনে ...
         কখনো তুমি
বৃষ্টি হয়ে  কৃষকের জমিনে ।
         কখনো তুমি
শিশুর মুখে পুষ্পিত হাসি
         কখনো তুমি
রাখালের হাতে সুরশিক্ত বাঁশি ।
         কখনো তুমি
সাগরের বুকে উত্তাল গর্জন
         কখনো তুমি
ঐ আকাশে রংধনু আঁকা সাত রং ।
         কখনো তুমি
মায়ের চোখে অঘাত মমতা
         কখনো তুমি
কবির আবেগ কখনো কবিতা ।