আমার  এই দুঃখিনী বাংলায়,
রাজপথে মিছিলে শরীরে নোনা ঘাম মেখে
দু'চোখ পোড়ে অনিদ্রায়,যন্ত্রনায় নীল।
মুঠিতে ধরা থাকে বিস্ফোরকের চেয়েও
দারুণ এক আক্রোশ।
                                                                  
বুকের অন্দরে জমা রেখে দারুণ আগুন,                    
মিছিলে মিছিলে উত্তাল করি রাজপথ ।                    
   পাকিস্তানি সেনার গুলিতে কালো রাস্তা বুকের রক্তে লাল করেও ভয় পায়নি তাদের।                                   সাহসী রক্তের উৎসর্গেই মুক্ত হয়েছে কিংবা হবেই তুমি, প্রিয় বাংলাদেশ।