বৃষ্টি মানে জানা হয়নি কোন দিন
তবুও বৃষ্টিতে মন হয় উতলা
বৃষ্টি মানে খোলা জানালায় দূর দৃষ্টি
আর কদম ফুলের ঘ্রাণ।


বৃষ্টি মানে বিরক্তিতে ভরা উদাস দুপুর
বৃষ্টি মানে বই হাতে গুনগুন গান
বৃষ্টিতে জেগে ওঠে বনবীথি
জেগে ওঠে সকল বৃক্ষের প্রাণ।


বৃষ্টিতে জাগে মনের কোণে
চুপি চুপি প্রেমের দোলা
রাশি রাশি ইচ্ছেগুলোর আনন্দে ভাসা।


বৃষ্টি মানে নীল পরীর ছাদ গোসলে
মাতাল হাওয়ায় কোমর দোলা
সেই দোলার ছন্দে ছন্দে নিজেকেও হারিয়ে ফেলা।

বৃষ্টি মানে গাঁও গেরামে নকশি কাঁথায় সুই সূতা  
বৃদ্ধ মায়ের পান সুপারির কষ্টের এক গল্প কথা।