সস্তা বিনোদনে
বস্তা পঁচা সিরিয়াল
অমৃতসম লাগে,
গিলে ফেলি গপাগপ।
গোলাম হোসেনের
উপায় নাই উপায় নাই
ডায়ালগে মজা ভারী
লুফে নেই টপাটপ।
পাগলের পাগলামীতে
নাই না কি দোষ,
ইচ্ছেমতো ঘোরো আর
করে যাও যা তা;
বোবা বোবাই রবে,
কানা বুঁজবে চোখ,
হরিপাল হরি নাম জপে
বোঝে না মুন্ডু মাথা।
চার বছরের শিশু
হয়ে যায় বলাৎকার,
লাশ হয়ে পাশ ফেরে
তাতে কি বা আসে যায়?
হরি নাম জপো,
ডাকো যতই ভগবান,
আল্লাহ খোদাও নিশ্চুপ
ডোবে এই  ভাবনায়।
মেতেছে রঙ্গলীলায়
রঙ্গমঞ্চ সাজিয়ে;
অসুরের বেশে নৃত্য করে
তোমার আমার বুকে।
নিশ্চুপ তুমি আমি
মুখে নেই রা, আছি বেশ
এইতো, তীরটা যেন
না ছোটে শুধু আমাদের দিকে।