ভাবনার গণ্ডীটা
বড় সীমাবদ্ধ,
তুমি ছাড়া আমি যেন
ছন্দ ছাড়া গদ্য।
তুমি-আমি, আমি-তুমি
গৎ বাঁধা গল্প,
শেষ হয়েও হয় না
থেকে যায় অল্প।
ভাবনার গণ্ডীটা
হোক আরো বিস্তৃত,
আয় ব্যয়ের হিসেবে
অংকটা সীমিত।
তুমি আছো, আমি আছি
আছি এই দু জনা,
বাকী সব ঠিকঠাক
আর কিছু ভেবো না।
তুমি আমি থেকে যাই
এক ঘরে বন্ধ,
জীবনের আরো মানে
ফুলে ফুলে গন্ধ।
আসে সেথা মৌ পোকা
আরো ম্যালা অতিথি,
পাখা মেলে ছুটে চলে
চঞ্চলা প্রজাপতি।
তুমি আমি ভাবনার
হোক আজ অবসান;
ভালবাসা প্রেম থাক
থাক মান অভিমান,
থাক শুধু আমাদের
আর কিছু চাই না।
উজাড়িয়া সব কিছু
মেটাবো সব বায়না।