তোর একটু আদরে বন্যটা যেন
হয়ে গেছে বেশী হিংস্র,
বেপরোয়া, বশ মানে না
চিৎকার করে বলতে চায়
নয় সে কোন যন্ত্র।
তোর আদরে-ই বন্যটা আজ
হয়ে গেলো এত শান্ত?
তুই বিনে সব ওলট-পালট,
পথ হারিয়ে কেঁদে কেঁদে
ঝড়ের পাখিটাও ক্লান্ত।
তোর ছোঁয়াতে বন্যটাকে
করা যাবে শুধু বশ,
তোর ছোঁয়াতে-ই
বন্য ঘুমুবে,
টিকে যাবে খ্যাতি যশ।